প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে। শারদীয় দুর্গাপূজার কারণে ১ অক্টোবরের পরিবর্তে গতকাল ৭ অক্টোবর দিবসটি উদযাপিত হয়।
এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল: ‘Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being, Our Rights’ - অর্থাৎ, ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’। আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যাালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
