রংপুর মহানগর বিএনপির আহ্বায়কের সঙ্গে সাংবাদিকদের সভা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে কর্তব্যরত সব সাংবাদিকদের সঙ্গে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর সদর-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান সামুর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত পরামর্শ সভায় মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, ২৮ ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামসহ মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন বড় রংপুর কেরামতিয়া মাদ্রাসার মাওলানা মোহাম্মদ আলী। সভায় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আবাসন ও নগরায়ন, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান, কৃষি ও কৃষি কল্যাণ, যোগাযোগ ও অবকাঠামো, যুব সমাজ ও কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শ্রমিক অধিকার ও কল্যাণ, দুর্নীতি বিরোধী পদক্ষেপ, আইনের শাসন ও মানবাধিকার, অর্থনৈতিক বেষম্য দূরীকরণ, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার, স্থানীয় সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পর্যটন, বিনিয়োগ বান্ধন পরিবেশ, রংপুরকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শহর হিসেবে ব্রান্ডিং, লোকসংস্কৃতিক সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে পরামর্শ আদান প্রদান করা হয়। পরামর্শ সভায় সাংবাদিকদের মধ্যে রংপুরের আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুবার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, সাধারণ সম্পাদক মাজহার মান্নান প্রমুখ।
