বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্বোধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এবছর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস এর মূল প্রতিপাদ্য হলো ‘সাইবার সচেতনতা প্রত্যেকের দায়িত্ব: প্রতিটি ক্লিকই গুরুত্বপূর্ণ’। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান বলেন, ‘আধুনিক যুদ্ধকৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আর আলাদা করে দেখার সুযোগ নেই। যেভাবে আমরা আকাশ, স্থল ও সমুদ্রসীমায় আমাদের সীমানা রক্ষা করি, একইভাবে আমাদের ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। সাইবার হুমকি যে কোনো সময়, যে কোনো স্থান থেকে তৈরি হতে পারে। তিনি আরও বলেন, সচেতনতা, সতর্কতা এবং শৃঙ্খলা সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি।’ সূত্র: আইএসপিআর
