বিএমইউ ও আইসেস্কোর যৌথ সভা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ওয়ার্ল্ড অ্যাডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক সভা (Collaboration Meeting between BMU and ICESCO) গত সোমবার রাজধানীর শাহবাগে বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইসেস্কোর সম্মানিত মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ-এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি