বুয়েটে আবরার ফাহাদের স্মৃতিফলক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’। বুয়েট শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নির্যাতনে নিহত আবরার ফাহাদের স্মৃতিকে চিরঅম্লান রাখতে গত মঙ্গলবার বিকাল ৩টায় শেরে বাংলা হল চত্বরে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মৃতিফলকটি নির্মিত হয়েছে। আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, বুয়েট শেরে বাংলা হলের অ্যালামনাই ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকৌশলী আবুল হায়াত, শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রেজাউল করিম। ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান আবরার ফাহাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এ ধরনের মর্মান্তিক ঘটনার সামান্যতম পুনরাবৃত্তিও যেন আর কখনও না ঘটে। এটি শুধু প্রশাসনের পক্ষ থেকে নয়, শিক্ষার্থী সমাজের পক্ষ থেকেও প্রতিজ্ঞা। একইসঙ্গে, দেশের ছাত্ররাজনীতিতে যারা যুক্ত, তারাও প্রতিজ্ঞা করবেন, আর কোনো শিক্ষার্থী যেন প্রতিবাদের কারণে মৃত্যুর মুখে পতিত না হয়।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি