ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ছয় সদস্যের কমিটি গঠন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বনানী কাঁচা বাজার কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে ফুটকোর্ট স্থাপনের বিষয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, এই ফুটকোর্ট পরিচালনার রূপরেখা প্রণয়ন করবে। সার্বিক বিষয়ে যাচাই- বাছাই করে সুপারিশ, মতামত প্রদান করবে এই কমিটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী (পুর) এবং অঞ্চল-৩ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।
