টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে শীর্ষে নর্থ সাউথ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আবারও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আবারও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ এনএসইউ যৌথভাবে বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে এনএসইউর সঙ্গে যৌথভাবে র্যাংকিংয়ের ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে, যা টিএইচইর ইতিহাসে অন্যতম বৃহত্তম মূল্যায়ন। এ বছর মোট ১৯টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
