বিএমইউতে মব সৃষ্টির অপচেষ্টা, কর্তৃপক্ষের বক্তব্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আল্ট্রাসনোগ্রাম পরীক্ষাকে কেন্দ্র করে রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে শারীরিকভাবে হেনস্তা ও মব সৃষ্টির অপচেষ্টার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ কিছু গণমাধ্যমের অনলাইন পোর্টালে সংবাদ প্রচারের বিষয়টি বিএমইউ কর্তৃপক্ষের নজরে এসেছে। গণমাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে গত বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য আগত সেবাপ্রত্যাশী রোগীদের প্রতিদিনের আল্ট্রাসনোগ্রামের জন্য নির্ধারিত পরিমাণ সংখ্যা শেষ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কিছু সংখ্যক উত্তেজিত সেবা প্রত্যাশী এফ ব্লকের চতুর্থ তলায় রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক এর রুমে গিয়ে হট্টগোল সৃষ্টি ও হেনস্তা করে। পরবর্তীতে সম্মানিত ওই অধ্যাপক চার তলা থেকে নিচে নেমে এলে সেখানে অপেক্ষামান কিছু উশৃঙ্খল সেবা প্রত্যাশীরা তাকে শারীরিকভাবে হেনস্তাসহ মব সৃষ্টির অপচেষ্টা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কোনো আনসার সদস্য ও বিএমইউতে কর্মরত কারও দ্বারা রোগীদের কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটে নাই। এ বিষয়ে সামাজিক গণমাধ্যমসহ কিছু গণমাধ্যমে অনলাইন পোর্টালে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি