বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বর্ণাঢ্য আয়োজনে গত শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। ইনস্টিটিউটের পোল্ট্রি রিসার্চ সেন্টারের আয়োজনে এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদার করণ প্রকল্পের অর্থায়নে দিবসটি পালিত হয়। বেলা ৩টায় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিএলআরআই-এর সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিএলআরআই-এর পোল্ট্রি রিসার্চ সেন্টার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিএলআরআই এর অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় বিএলআরআই-এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ড. শাকিলা ফারুক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উপ-পরিচালক বেগম মানছুরা হাছিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের দপ্তর প্রধান এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি