বিজিবির অভিযানে ১৭১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত টানা অভিযানে গত সেপ্টেম্বর মাসে মোট ১৭১ কোটি ৬০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। চোরাচালান ও মাদকপাচার দমনে বিজিবি’র এ সাফল্যকে ‘অভিযাননির্ভর সীমান্ত নিয়ন্ত্রণের ধারাবাহিক সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে। গতকাল রোববার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অভ্যন্তরীণ স্থানে পরিচালিত অভিযানে বিজিবি সদস্যরা জব্দ করেন- ৬ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫০ গ্রাম রুপা, ৯,২৪৮টি শাড়ি, ১৩,৫৫৮টি থ্রিপিস/চাদর/কম্বল, ১১,৪৬১টি তৈরি পোশাক, ৩,৯১,৭৯৩টি কসমেটিকস সামগ্রী, ১৩,৬১,২৭৬টি আতশবাজি, ৪,২০২ ঘনফুট কাঠ, ১১,৩৭৭ কেজি সুপারি, ৮১,৭৮০ কেজি কয়লা, ৪,৬৩০ ঘনফুট বালু, ৩৫,০৬২টি চশমা, ১৭,২৬৯টি যানবাহনের যন্ত্রাংশসহ আরও বহু মালামাল।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার, ৭৩ হাজার ৫৪০ ভারতীয় রুপি, ১,৫২৫টি গরু-মহিষ, ১৯টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ, ৬টি ট্রলি, ১৩০টি নৌকা, ৬৬টি মোটরসাইকেল ও ৬৭টি ভ্যান-বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গুলি এবং আরও ৩টি দেশীয় অস্ত্র। বিজিবি জানায়, গত মাসে মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে- ২০ লাখ ৮৭ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬৬৩ গ্রাম হেরোইন, ৪,৪৯১ বোতল ফেনসিডিল, ১২,১১৩ বোতল বিদেশি মদ, ১,২৯৮ কেজি গাঁজা, ৩৮৪ লিটার বাংলা মদ, ১,১০৮ ক্যান বিয়ার এবং ৫৭,৭৪৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২,২৪,৮১১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪,৩৮৪ বোতল ইস্কাফ সিরাপ এবং ৭,৫৪,২৫৮টি বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট।

বিজিবি’র তথ্যমতে, অভিযানে ১৯৮ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১,১৯৭ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করে আইনানুগব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮০৫ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।