বিএমইউতে বিশ্ব আর্থ্রাইটিস দিবস উদযাপিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ গতকাল রোববার ক্যাম্পাসের ব্লক সি তে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৫ উদযাপন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রতিটি সুস্থ’ পদক্ষেপে, আমরা আছি তোমার সাথে।” অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে রোগীর জীবনমান উন্নত করা। অনুষ্ঠানটি উদ্বোধন ও সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম. এ. শাকুর। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
