জাতীয় স্বাস্থ্য গবেষণায় নেতৃত্ব দিতে চায় বিএমইউ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের স্বাস্থ্য গবেষণাকে আরও পরিকল্পিত ও প্রভাবশালী করতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বিএমইউতে অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা মত দেন- সমন্বিত উদ্যোগ, প্রমাণভিত্তিক চিকিৎসা ও অগ্রাধিকার ভিত্তিক গবেষণাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্বাস্থ্যখাতে বাস্তব পরিবর্তনের চাবিকাঠি। বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন তিনি নিজে এবং সঞ্চালনা করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক। কর্মশালায় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম মোস্তফা জামানসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা মেডিকেল কলেজ, নিপোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
