ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন নিয়ে বিএমইউতে সেমিনার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে গতকাল শনিবার ‘ইসলামী চিকিৎসা শিক্ষা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএমইউর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থটস এর সেক্রেটারি জেনারেল ও কিং ফাহাদ মেডিকেল সিটির ফ্যাকাল্টি অব মেডিসিন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে। তিনি চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের প্রশ্নোত্তর দেন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে। সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি তার বক্তব্যে ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার আধুনিক বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি দিন-রাত, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা কথা বলেছেন। ধর্মকে জনস্বার্থে ও রোগীদের কল্যাণে ব্যবহার করতে হবে। চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতা থেকে রোগীদের কষ্ট অনুধাবন করে রোগীদের সেবা দিতে হবে। কোনোভাবেই রোগীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছাত্রদেরকে যথাযথ শিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকদের সেটাও স্মরণে রাখতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
