সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে গতকাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৪২ দিনের অবকাশ শেষে আদালত খোলার প্রথম দিনে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৬৬টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। এছাড়া, আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বেঞ্চ গঠনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি গতকাল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।