কেকেবিএইউতে উদ্যোক্তার চিন্তার ভিন্নতা বিষয়ে সেমিনার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে Do The Entrepreneurs Think Differently? শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, যে বিষয় নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে তা অত্যন্ত সময়পোযোগী। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনার শিক্ষার্থীদের উদ্যোক্তা বিষয়ে ধারণা লাভে সহায়ক হবে এবং ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নুর-উন-নবী। তিনি উদ্যোক্তার চিন্তার ভিন্নতা বিষয়ের উপর বক্তব্য রাখেন এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ ও উদ্যোক্তা সম্পর্কে সম্যক ধারণা দেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয় হলো সৃজনশীলতা ও নেতৃত্ব তৈরির জায়গা। কেবলমাত্র চাকুরির উদ্দেশে লেখাপড়া করা উচিত নয়। উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সময়ের চাহিদা পূরণের পাশাপাশি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তিনি খ্যাতিমান উদ্যোক্তা মরহুম আকিজ উদ্দিন ও ইলন মাস্ক-এর মতো কয়েকজন খ্যাতনামা উদ্যোক্তার কথা উল্লেখ করে বলেন তাদের চিন্তার ভিন্নতা থাকলেও তারা ব্যবসায় বিদ্যমান ঝুঁকি গ্রহণ এবং মোকাবিলার মাধ্যমে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। তাদের অসামান্য অবদান মানুষের জীবনে কল্যাণ বয়ে এনেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রভাষক সামিয়া সানজাবীন। সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকসহ বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি