প্রিসিশন অনকোলজি ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘Precision Oncology in Ovarian Cancer : Molecular Profiling & Targeted Therapy’ শীর্ষক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার গত শনিবার শহিদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলেছেন, প্রিসিশন অনকোলজি আধুনিক ক্যান্সার চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মলিকুলার প্রোফাইলিংয়ের মাধ্যমে রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তি কেন্দ্রিক চিকিৎসা এখন বাস্তবায়ন সম্ভব হচ্ছে, যা ক্যান্সার চিকিৎসার সাফল্য ও রোগীর বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি এরইমধ্যে ওভারিয়ান ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তিনি তার বক্তব্যে প্রিসিশন অনকোলজির গুরুত্ব, এর মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এর অন্তর্ভুক্তির সম্ভাবনা তুলে ধরেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
