প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু ডাকসুর
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী মিলিয়ে মোট ২০০০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। গত রোববার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। “Be A Lifesaver: First Aid Bootcamp” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট । সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
