‘দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসনের দেশ গড়তে হবে’

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের বিকল্প নাই। দেশ ও দেশের জনগনের পাশাপাশি পবিত্র সংবিধান রক্ষা ও গণতন্ত্র সমুন্নত রাখার জন্য এনপিপি সব সময় নির্বাচনের পক্ষে থাকে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। গতকাল বুধবার সকালে দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির ৭ম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে দলের আহ্বায়ক জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু এসব কথা বলেন। শেখ ছালাউদ্দিন ছালু বক্তব্যের শুরুতে বলেন, আপনারা জানেন ২০০৭ সালে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে এনপিপি সৃষ্টি করেছিলেন। শেখ শওকত হোসেন নিলুর একটা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা।

তিনি বলেন, জুলাই আন্দোলনের পর রাজনীতিতে আরও ঐক্য প্রতিষ্ঠার দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখি অস্থিরতা, নিরাপত্তাহীনতা অন্যদিকে রাজনৈতিক অনৈক্য। এ অবস্থায় সরকার ঘোষিত সময়ে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ অংশ গ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে জনগনের মধ্যে প্রশ্ন রয়েছে।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনও দৃশ্যমান নয়। দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগ জনক। চারিদিকে মানুষ হতাশা, অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট এবং শোক প্রস্তাব উপস্থাপন করেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান। এসময় আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ প্রমুখ।