বিএমইউ ও ডব্লিউএইচওর সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরমধ্যে গতকাল বুধবার বিএমইউর ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ। এই স্বাক্ষরের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমইউ এর ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল এর জন্য বা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিবে। এই চুক্তির লক্ষ্য হলো একটি মাল্টিমোডাল ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল (আইপিসি) কৌশল বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্পর্কিত সংক্রমণ হ্রাস করা এবং রোগী ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা উন্নত করা। এই চুক্তির সামগ্রিক উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা সম্পর্কিত সংক্রমণ হ্রাস করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিষ্টেমের মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনুশীলনগুলিকে শক্তিশালী করা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
