অগ্নিদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাসায়নিক ও অগ্নিদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। গতকাল বৃহস্পতিবার সব দুর্ঘটনার তদন্ত ও বিচার, নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, দুর্ঘটনা প্রতিরোধে সেফটি কমিটি গঠন, আইন সংশোধন এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবি জানিয়ে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য-নিরাপত্তা এবং রাসায়নিক দ্রব্য ও বিস্ফোরক মজুত সংক্রান্ত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। বর্তমানে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ চলমান আছে, সেখানে নিরাপত্তা ও আইন লঙ্ঘনের শাস্তি সংক্রান্ত বিধিবিধান আরও কঠোর করতে হবে। তারা বলেন, জাতীয়-আন্তর্জাতিক নীতিমালা ও গাইডলাইন অনুসরণে বাংলাদেশের শ্রম আইন, বিস্ফোরক আইন, বয়লার আইন, পরিবেশ আইন ইত্যাদি আইন যুগোপযোগী ও হালনাগাদ করা জরুরি। তারা বলেন, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ঘাটতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং এগুলো দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন ২০২৪ এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সেফটি অ্যান্ড রাইটস ফাউন্ডেশন- এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদেরর যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল প্রমুখ।