ইউএসইটিতে প্রথম সিন্ডিকেট সভা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি)-এর প্রথম সিন্ডিকেট সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) ও সিন্ডিকেট-এর সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. একেএম ফজলুল হক।
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনিত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. সাইফুর রহমান খান উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইউএসইটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডা. মো. ফজলুল হক, ইউসেট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন (অনলাইন), ইউসেট-এর ট্রাস্টি বোর্ড সদস্য ও ভাইস-চ্যান্সেলরের বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, ইউএসইটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ফ্যাকাল্টি অব বিজনেস-এর ডিন প্রফেসর মোহাম্মদ সিদ্দিক হোসেন, এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট-এর সদস্য সচিব মোশাররাফ হোসাইন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা আক্তার বাধন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
