না.গঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে তিনটি স্পটে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়। গত রোববার এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুলসংখ্যক আবাসিক গ্যাস চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে ব্যবহৃত পাইপলাইন ও সরঞ্জামাদি অপসারণ করা হয়।

অভিযানের প্রথম স্পট ছিল জাঙ্গাল বাসস্ট্যান্ড-এর আওতাধীন এলাকা (জাঙ্গাল, বারপাড়া, বন্দর)। এই স্পটে আনুমানিক এক হাজার ডাবল চুলার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার লোড ছিল প্রায় ৭০০ ঘনফুট-ঘণ্টা।

এখান থেকে প্রায় ১৮০ ফুট ২ ইঞ্চি এম এস পাইপ, ৫ ফুট ৩ ইঞ্চি এম এস পাইপ, ০৫টি রেগুলেটর, ০১টি ২ ইঞ্চি ভাল্ব এবং ০৪টি লক উইং কক অপসারণ করা হয়। এই স্পটে আনুমানিক ৫ কিলোমিটার বিতরণ লাইন অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।

দ্বিতীয় স্পট ছিল কেওডালা, বন্দর (অলিম্পিক বিস্কুট গলি)। এই স্পটে আনুমানিক ৫০০ ডাবল চুলার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার লোড ছিল প্রায় ৩৫০ ঘনফুট/ঘণ্টা। অভিযানে ৪০ ফুট ২ ইঞ্চি এম এস পাইপ, ৫০০ ফুট ৩/৪ ইঞ্চি এম এস পাইপ, ০১টি ২ ইঞ্চি ভাল্ব, ১২টি রেগুলেটর, ০৫টি লক উইং কক এবং ০২টি পাইপ রেঞ্চ অপসারণ করা হয়। এই স্পটেও আনুমানিক ৫ কিলোমিটার বিতরণ লাইন অবৈধভাবে ব্যবহার হচ্ছিল। তৃতীয় স্পট ছিল মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ। এই স্পটে আনুমানিক ৩শ’ ডাবল চুলার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।