বিএমইউতে কর্মশালা, হার্ভার্ড মেডিকেল স্কুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘ডেভেলপমেন্ট অফ ইভিডেন্স বেইসড প্রোটকলস ফর গাইনোকোলজিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালা গতকাল সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিশিষ্ট গাইনোকোলজিস্ট অধ্যাপক ডা. সাবেরা খাতুন। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিজ্ঞ বক্তা হিসেবে ‘ইভিডেন্স বেইসড মেডিসিন : টান্সফরমিং এডুকেশন, প্রাকটিস এন্ড পলিসি’ বিষয়ে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম; ‘ইপ্লিকেশনস অফ ইভিডেন্স বেইসড মেডিসিন ইন গাইনোকোলিজক্যাল ক্যান্সার রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ম্যাসাচুয়েসটস জেনারেল হাসপাতালের অধ্যাপক ডা. আন্নেক্যাথরিন গুডম্যান; ‘ইভিডেন্স বেইসড অনকোলজি ইন এ্যাডজুভান্ট ট্রিটমেন্ট অফ গাইনোকোলজিক্যাল ক্যান্সার্স : ট্রান্সলেটিং ট্রায়ালস ইনটু প্র্যাকটিস’ বিষয়ে বিএমইউের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ‘ওভারভিউ অন ইভিডেন্স বেইসড ম্যানেজমেন্ট প্রটোকল ডেভেলপমেন্ট’ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক (ব্রিগেডিয়ার জেনারেল) মো. আহসান হাবিব বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি