নাসিক এলাকায় কমেনি ডেঙ্গুর প্রকোপ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে প্রতিদিন মশক নিধন অভিযান চলছে। দৈনিক ৩ লাখ টাকার মশার ঔষধ ছিটান হচ্ছে। তবুও ডেঙ্গুর প্রকোপ কমছে না। আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রতি তিন দিন অন্তর বাড়ির চারপাশ চেক করে দেখতে হবে। ডেঙ্গুর লার্ভা তৈরি হলে তা ধ্বংস করে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প শীর্ষক এক সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত ৩০ বছরে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে অনেক রোগবালাই বেড়েছে। বিশেষ করে বাহক বাহিত রোগ যেমন- ডেঙ্গু , ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা রোগ বাড়ছে। নারায়ণগঞ্জসহ সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বেড়েছে। এ সব রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নাসিকের সহায়তায় ব্র্যাক নারায়ণগঞ্জে ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক ক্যাম্প পরিচালনা করে আসছে। সভার কার্যক্রম পরিচালনা করেন ব্র্যাকের নারায়ণগঞ্জ টিবি কন্ট্রোল প্রোগ্রামের ডিএম শামীম আল মামুন খান। এ সময় শিক্ষক, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এলাকার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।