বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ক সেমিনার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর পানি ভবনে গত বুধবার বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির (বিডাব্লিউপিইএ) উদ্যোগে ‘পানি ও বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো ও কৌশলগত পরিকল্পনা : ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান এবং পানি সম্পদ ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হসান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
