পুরান ঢাকাকে চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়ে প্রীতি ম্যারাথন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের নেতৃত্বে পুরান ঢাকাকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে প্রীতি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত ‘রান উইথ ড. আব্দুল মান্নান’ ম্যারাথনে স্থানীয় সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন। ব্যতিক্রমী এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা’ লেখা ব্যানার ও পোস্টার। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণ-যুবক, প্রবীণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

ড. আব্দুল মান্নান উদ্বোধনী বক্তব্যে বলেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা যেখানে নাগরিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্য দুটিই থাকবে সমান গুরুত্বে।

তিনি আরও বলেন, এই ম্যারাথনের মূল লক্ষ্য হলো- নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করা এবং সবাইকে একসঙ্গে নিয়ে পুরান ঢাকাকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানানো। ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, এই ধরনের ইতিবাচক সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়ন চেতনা জাগ্রত হবে।

তারা আধুনিক পুরান ঢাকা গঠনের জন্য সবাইকে ড. আব্দুল মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।