চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

শীত প্রায় আসন্ন। শীতকালীন সবজি বন্দর নগরীর কাঁচাবাজারগুলোতে পাওয়া গেলেও এসব সবজির দাম চড়া। অন্যদিকে শীতকালীন সবজি ছাড়া অন্যান্য সবজির দাম ক্রেতাসাধারণের নাগালের মধ্যেই আছে। নগরীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। পুরোদমে শীত আসলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, বহদ্দারহাট ও চকবাজারের বিভিন্ন দোকান ঘুরে এ চিত্র পাওয়া গেছে। নগরীর কাজির দেউরি কাঁচা বাজারে সবজি কিনতে আসা আসমা আক্তার নামে একজন গৃহিণী জানান, দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি এখন ৪০ থেকে ৬০ টাকার ঘরে, যা আগে ছিল ৮০ থেকে ১২০ টাকায়। মূলত শীত আসছে, তাই সবজির দাম কমছে। গত কয়েক মাস ধরে সবজির দাম ছিল অতিরিক্ত থাকায় বহু মানুষের সবজি কিনতে হিমশিম খেতে হয়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। বাজার ঘুরে দেখা যায়, বাঁধাকপি মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, শিম ২৫০ থেকে ২৬০ টাকা, শীতকালীন সবজি মূলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি কেজিদরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়ো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ১৪০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, দেশি শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে।