ইউআইটিএস-এ ক্যাড সেন্টার বাংলাদেশের আয়োজনে সেমিনার

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ক্যাড সেন্টার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ক্যাড সেন্টার-এর বাংলাদেশ ভিত্তিক মাস্টার ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ইউআইটিএস-এর মধ্যে ‘দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময়’ বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও ‘সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মহিউদ্দিন আহমেদণ্ডএর সভাপতিতে সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম এবং সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাড সেন্টার বাংলাদেশের সিইও হাসান তারিক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি