বাউয়েটের স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৯তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা গত বুধবার সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সামার-২০২৪ এবং ফল-২০২৪ সেমিস্টারে অধ্যায়নরত দরিদ্র অথচ মেধাবী, সহোদর, সেনা সদস্যদের সন্তান, এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫৩ লক্ষ টাকার অধিক মেধাবৃত্তি এবং ওয়েভার প্রদানের জন্য সুপারিশ করা হয়। সভায় উপহিমকত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, এরিয়া সদর দপ্তর বগুড়ার প্রতিনিধি কাদিরাবাদ সেনানিবাসের এসএসও মেজর ইভানা সালভিন, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাছুদার রহমান উক্ত সভার মেম্বার সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
