অধ্যাপক ডা. মবিন খান স্যারের স্মরণ সভা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশে লিভার রোগের পথিকৃৎ, লিভার রোগ চিকিৎসা শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদান রাখা মহান শিক্ষক, আদর্শ চিকিৎসক, অনুসরণীয় ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মবিন খান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিএমইউর হেপাটোলজি বিভাগ, হেপাটোলজি সোসাইটি, অ্যাসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, তিনি ছিলেন কর্মব্যস্ত বিরল মানুষ। একাডেমিক ক্ষেত্রে তার একাগ্রতা ছিল অতুলনীয়। চিকিৎসা শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও তিনি বিরাট অবদান রেখেছেন। গণমানুষের চিকিৎসাসেবায় অবদানের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. গোলাম আজম ও বিএমইউর হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. সেলিমুর রহমান, অধ্যাপক ডা. এমএ কাশেম খন্দকার, অধ্যাপক ডা. ফজলুল হক, বিসিপিএস’র সেক্রেটারি অধ্যাপক ডা. এবিএম জামাল, অ্যাসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোস্তাক আহমেদ, ডা. শাহেদ আহমেদ সেতু, মবিন খান স্যারের সহধর্মিনী মিসেস মুনা খান প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
