জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্স-আপ ইউআইটিএস আইন বিভাগের মুটিং টিম
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের শিক্ষার্থী নাদিরা ইসলাম, তাবাসসুম ইসলাম এবং নাফিজ ইমতিয়াজ আরিয়ানের সমন্বয়ে গঠিত ইউআইটিএস মুটিং টিম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ম্যাপ অফ জাস্টিস আয়োজিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এ রানার্স-আপ হয়েছে। ইউআইটিএস টিম দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলের বিরুদ্ধে তারা প্রতিযোগিতা করে। প্রতিযোগিতাজুড়ে তারা ব্যতিক্রমী আইনি জ্ঞান, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং অ্যাডভোকেসি দক্ষতা প্রদর্শন করে। তাদের অসাধারণ পারফরম্যান্স এবং নিষ্ঠা তাদেরকে চ্যাম্পিয়নশিপের কাছাকাছি নিয়ে যায়, যা ইউআইটিএসের আইন বিভাগের জন্য একটি গর্বের মুহূর্ত। এই সাফল্য আইন বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দাঁড়িয়েছে, যা আমাদের একাডেমিক উৎকর্ষতার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের বিভাগের মধ্যে মুটিং সংস্কৃতির ক্রমাগত বিকাশের প্রতিফলন ঘটায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
