বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘Skills for Industry Competitiveness and Innovation’- এর আওতায় ‘উদ্যোক্তা হবো, দেশ গড়ব’ এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে গত বৃহস্পতিবার এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির হেড অফ এসএমই (মার্কেটিং) এনএইচএম নুসরাত ও খুলনা এরিয়ার হেড মোহাম্মদ কবির হোসেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
