ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউআইটিএসের ‘ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫’ প্রদান

ইউআইটিএসের ‘ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫’ প্রদান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি., গত বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন সৈয়দা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ইংরেজি ও সমাজকর্ম বিভাগের মোট ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাগত ফলাফল ও শিষ্টাচার মূল্যায়নের ভিত্তিতে মর্যাদাপূর্ণ ‘ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫’ প্রদান ও শুভেচ্ছা জানানো হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত