যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়

বললেন মির্জা আব্বাস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যারা বাংলাদেশকেই চায়নি, তারা বাংলাদেশের শাসনভার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায় আমি বুঝি না।

যারা ওই সময় পাকিস্তান চায় নাই, ১৯৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, ১৯৯৬ সাল এবং আরও কয়েকটা সময় এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে ওরা আজকে লম্বা লম্বা কথা বলে।’ তিনি আরও বলেন, ‘আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা।’ একটা শ্রেণি জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায় অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘ওই শ্রেণিটি ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে’ পুনর্বাসিত করতে চায়, যারা জাতিকে বিভক্ত করে দিয়ে দেশের সর্বনাশ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ ও বিএনপি কখনও এটা হতে দেবে না।’

ঢাকার এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘ওরা এতো লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে, আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো এরকম একটা ধারণা হয়ে গেছে।’ তাদের এই ধারণা সঠিক নয় দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের সবাই অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে বলে তিনি বিশ্বাস করেন।