রাবিতে শুরু হচ্ছে ‘নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশন সিজন- IV’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক সমস্যার সমাধানে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতেই এবারের আয়োজন। দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ নভেম্বর তারিখে। এবারের প্রতিপাদ্য ‘সম্মিলিত বৈশ্বিক কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার রক্ষার পাশাপাশি পরিবেশগত স্থিতিস্থাপকতার পক্ষে কথা বলা।’ রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা রাষ্ট্রদূত, কূটনীতিক ও নীতিনির্ধারকের ভূমিকায় বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা ও সমাধান প্রস্তাব করবেন। এবারের সম্মেলনে থাকছে পাঁচটি বিশেষ কমিটি- আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এবং জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি। সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আগামী ৮ নভেম্বর বিকাল ৪:৩০ মিনিটে। সম্মেলনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন শুভ্রদেব চাকমা। ‘নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশন সিজন- IV’ এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনীতি, সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।