সাপোর্ট ফোরামের সহায়তায় ২০ দুস্থ নারীর প্রশিক্ষণের সুযোগ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ডাম-টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন এন্ড ট্রেনিং (TVET) আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের অর্থায়নে ২০ জন দুস্থ নারীকে দুই মাসের সুইং মেশিন অপারেশনের প্রশিক্ষণ প্রদান করবে। ২০ জন দুস্থ নারীকে উক্ত প্রশিক্ষণ প্রদানে খরচ হবে সর্বমোট ২,২২,৩২০ টাকা। প্রশিক্ষণার্থীদের সঠিক সিলেকশনের মাধ্যমে দুস্থ নারীদেরকে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের সবাইকে জব কনফার্মেশন করতে হবে। এ বিষয়ে সার্বিক মনিটোরিং করবে সাপোর্ট ফোরাম টিম। গত বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন ও সাপোর্ট ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক ফিরোজ আলম মহোদয়ের হাত থেকে ২,২২,৩২০
টাকার ক্রস চেক TVET সেক্টরের প্রোগ্রাম অফিসার মো. জাহাঙ্গীর আলম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান এবং সহ-প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিন।
