সাপোর্ট ফোরামের সহায়তায় ১৪০ শিশু পেল এক মাসের খাদ্য
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির ২৯তম সভায় ঢাকা আহ্ছানিয়া মিশন শিক্ষা সেক্টরের বাস্তবায়নাধীন ‘অধিকার’ প্রকল্পের পথ শিশুদের এক মাসের খাদ্য সরবরাহের জন্য ২৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়। দাতা সংস্থা ডাম-ইউকের আর্থিক সহায়তায় অধিকার শিরোনামের প্রকল্পটি ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু প্রকল্পের দাতাসংস্থার সাময়িক অসুবিধার কারণে সংস্থান হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের খাবার বিতরণের জন্য সাপোর্ট ফোরামের পক্ষ থেকে ২,৫০,০০০ টাকা প্রদান করা হয়। গত ২৯ অক্টোবর আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. মোখলেছুজ্জামান এবং সহ-প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিন ‘অধিকার’ প্রকল্পের কাযর্ক্রম পরিদর্শন করেন এবং পথশিশুদের মধ্যে দুপুরে খাবার বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
