বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার বায়ুদূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে। গতকাল শনিবার বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এদিন সকাল ১০টার দিকে আইকিউএয়ারে ঢাকার গড় বায়ুমান ছিল ১৯১। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ু ঢাকার চেয়ে অনেক খারাপ। সেখানে বায়ুর মান ১৯৮। গত শুক্রবার বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। তবে দেশের তিন বিভাগীয় শহর রাজশাহী, রংপুর ও খুলনার বায়ু গতকাল ঢাকার চেয়ে অনেক খারাপ ছিল। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৬৪৩। এরপর আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩৪৬। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে শহরগুলোর দূষণ।
দূষণ রোধে যা করবেন গতকাল শনিবার রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই সংবেদনশীল গোষ্ঠীর যাঁরা মানুষ, যেমন বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে। রাজধানীর আটটি এলাকায় আজ দূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে দুটি স্থানের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। এ দুটি স্থান হলো আইসিডিডিআরবি–সংলগ্ন এলাকা এবং দক্ষিণ পল্লবী। স্থান দুটির মান যথাক্রমে ২১১ ও ২০১। বায়ুর মান ২০০–এর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, বেজ এজ ওয়াটার আউটডোর, বেচারাম দেউড়ী, গোড়ান এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।
