ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার চার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন (১৯)। তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছেন, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি।
তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন। গতকাল রোববার বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গত শনিবারই ছিনতাইকারীদের একজন পুনরায় ঢাকায় ফেরত আসেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
