গাকৃবিতে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের কৃষি ও কৃষি প্রাধান্যসহ মোট ১৩টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৬৬ জন এমএস ও ১০ জন পিএইচডি নবীন শিক্ষার্থীদের স্বপ্ন ও উৎসাহে মুখর এ অরিয়েন্টেশনটি গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মরিটাইম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কৃষি ও প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রাণবন্ত এ অরিয়েন্টেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি