ঢাবি শিক্ষার্থীদের বিশেষ সার্টিফিকেট কোর্স
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত Industry Collaboration and Employment Committee (ICEC) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে ICEC চালু করেছে ঊভভবপঃরাব চৎড়ভবংংরড়হধষ ঈড়সসঁহরপধঃরড়হ নামের একটি প্রশিক্ষণ কোর্স। কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU) এর যৌথ সহযোগিতায় পরিচালিত হবে। এই কোর্সের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে সাহায্য করা। এতে মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হবে। এই উদ্যোগটি শুধু একটি কোর্স নয়, বরং এটি একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ- যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে।
