লিফটের ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার উলন এলাকায় চারতলার লিফটের ফাঁক দিয়ে পড়ে আয়ান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাহাঙ্গীর জানান, রামপুরার উলন এলাকার ২০০ নম্বর বাসার চারতলার লিফটের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় আয়ান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আয়ান শারীরিকভাবে প্রতিবন্ধী। ওই বাসায় নতুন করে লিফট লাগানোর জন্য কাজ চলছিল। বাসার দরজা খুলে শিশুটি একাই বাইরে বেরিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে এই ঘটনাটি ঘটে।