এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রোববার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালের এইচএসসি-আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার সকাল ১০টা প্রকাশিত হবে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড উভয় বোর্ডই আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ওই দিন সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি, আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হবে।
