রামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাবিহা (পাঁচ বছর ছয় মাস) গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এবং মো. মিথু (৩০) গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান। এদিন দুপুরে হাসপাতাল থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাবিহার বাড়ি নওগাঁ জেলায় আর মিথুর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিহাকে ৬ নভেম্বর ভোরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সে জ্বর ও কাশিতে ভুগছিল।
তার পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকলে তাকে পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে সে মারা যায়। এদিকে মিথুকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন।
