গ্রামীণ ব্যাংকের ৬৬তম জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসার সম্মেলন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই হোক আমাদের অঙ্গীকার’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৬৬তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫। দরিদ্র সদস্যদের মালিকানার এই ব্যাংককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সব নির্বাহীসহ ৪০টি যোনের যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসাররা। সম্মেলনে গোলটেবিল আলোচনায় দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সব যোন ও অডিট অফিসের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন ও বাজেট প্রসঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এসময় গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘গ্রামীণ সদস্যদের মালিকানার এই ব্যাংকে নিত্য নতুন পরিকল্পনার সন্নিবেশে আরও প্রসারিত করতে হবে।’ ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘পারস্পরিক আলোচনায় প্রতিটি যোনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আমরা পরামর্শ ও মতামত রাখব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে গ্রামীণ ব্যাংক ভবিষ্যতে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে আমরা সামনে ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে সক্ষম হব।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি