বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে গতকাল এ ব্লক অডিটোরিয়ামে ‘দি রোল অফ রোবটিকস ইন সার্জারি’ বিষয়ক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কি কি উপায়ে দেশের মানুষের চিকিৎসাসেবা আন্তর্জাতিক মানের করা যায়, এই প্রযুক্তির সুবিধা, অসুবিধা, আমাদের দেশে এর বাস্তবতা ইত্যাদির নিরিখে এই সেমিনারের আয়োজন করা হয়। কারণ রোবোটিক সার্জারি বাংলাদেশে নতুন হলেও বিশ্বে নয়। তাছাড়া বিশ্বের তাল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসাসেবাকে এগিয়ে নিতে হলে রোবটিক সার্জারি চালু সময়েরই দাবি এমন অভিমত তুলে ধরেন সেমিনারে বিশেষজ্ঞগণ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
তিনি বলেন, বাংলাদেশে রোবটিক সার্জারি চালু করা একটি স্বপ্ন। আর শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এর সফল বাস্তবায়ন সম্ভব। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
