পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী সমিতির কমিটি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয় (গঠনতন্ত্র মোতাবেক)। নির্বাচন কমিশন তফশীল অনুযায়ী গত ১৪ নভেম্বর সুষ্ঠু ও সুন্দরভাবে একটি নির্বাচন আয়োজন করেন। নির্বাচনে অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচনে ৪১ সদস্য বিশিষ্ট পরিষদে দুটি প্যানেল (কাউছার-আবরার-মাজহার পরিষদ এবং সাইদুর-ইমরুল-নেছার পরিষদ) অংশগ্রহণ করেন। নির্বাচনে সাইদুর-ইমরুল-নেছার পরিষদের সভাপতি পদে মোহাম্মদ সাইদুর রহমান মজুমদার (কাজল), কার্যকরী সভাপতি পদে মো. ইমরুল ইসলাম এবং মহাসচিব পদে মো. নেছার উদ্দিনসহ ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেলটি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অধিদপ্তরের অভিভাবক মহাপরিচালক মহোদয় অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি নির্বাচনী মনিটরিং টিম গঠন করেন, যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ নির্বাচনটি সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
