ঢাবির জসীম উদ্দীন হলে স্বর্ণপদক ও মেধাবৃত্তি প্রদান
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের একজন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ এবং কবি জসীম উদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
