বিএমইউতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) তে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৫। এরই অংশ হিসেবে গতকাল বুধবার এ ব্লকের লেকচার হলে ‘ট্রেনিং সেশন ফর দি ফ্লেবোটোমিস্টস অন স্যাম্পল কালেকশন: ব্রিজিং দি গ্যাপ বিটউয়িন ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিএমইউ এর মেডিক্যাল টেকনোলজি অনুষদ ও মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মশালায় বিএমইউ এর মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি