ভূমিকম্পের পর চিকিৎসা নিতে ঢামেকে ২০

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীসহ, বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতরা হলেন- ঢাবির জিয়া হলের আরাফাত ও নুরুল হুদা, মহসিন হলের তানজিল হোসেন, সাদিক শিকদার, তানভীর আহমেদ ও ফারহান তানভীর রাজিব।

এছাড়া তানভীর, সুবিয়া, সোহেল, হারুনুর রশিদ, আবুল খায়ের, অজ্ঞাত নামা রিকশাচালক, হারুনুর রশিদ, রিপন, বিল্লাল, ফারজানা তানভীর, প্রভা, গালিব, মধু সুদন, সজীব, রুপগঞ্জের আবুল খায়ের ও ইব্রাহীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন।

এছাড়া হাতিরঝিল এলাকার এক রিকশাচালক গুরুতর আহত হয়ে এসেছেন। তিনি জানান, এখন পর্যন্ত মোট ২০ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।